এনড্রয়েড মোবাইলকে ব্যবহার করুন মডেম হিসেবে

ব্রডব্যান্ড ইন্টারনেট সব জায়গায় না থাকার কারনে অনেকেই কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করার জন্য মডেমের উপর নির্ভর করেন। আপনি চাইলে আপনার এড্রয়েড মোবাইলটিকেই ব্যবহার করতে পারেন মডেম হিসেবে ।এর জন্য যা যা করতে হবে......

১| প্রথমে আপনার মোবাইলের ডাটা কানেকশন চালু করুন

২|ইউএসবি ক্যাবলের মাধ্যমে আপনার মোবাইলকে পিসির সাথে সংযোগ দিন

৩|ইউএসবি ক্যাবল স্টোরেজ অপশনে ক্লিক করা থেকে বিরত থাকুন।





৪|এরপর আপনার মোবাইলের সেটিংসে গিয়ে মোর ওয়্যারলেস অপশন থেকে Tethering & hotspot অপশনের USB tethering বক্সে ক্লিক করুন।
 ৫| আপনার কাজ শেষ। এখন কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর দেখুন আপনার পিসিতে নেট কানেকশন চলে এসেছে।
পরবর্তী পোষ্ট
« Prev Post
পূর্ববর্তী পোষ্ট
Next Post »

Thanks for your comment